কৃষককে পেটানো সেই চেয়ারম্যান-মেম্বার বরখাস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৮:২৯ এএম, ২০ এপ্রিল ২০২০
ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার

নাটোরের লালপুরে ত্রাণ চাওয়ায় কৃষক শহিদুল ইসলামকে ডেকে নিয়ে পেটানোর অভিযোগে ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার ও ইউপি সদস্য (মেম্বার) রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। অপরদিকে কেন তাদেরকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না মর্মে আগামী ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

এ সংক্রান্ত একটি আদেশ রোববার (১৯ এপ্রিল) নাটোরের জেলা প্রশাসকের কাছে পৌঁছে। এর আগে অভিযুক্ত চেয়ারম্যান, ইউপ সদস্য ও অপর আসামি রুবেলকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, করোনার কারণে সব কিছু বন্ধ থাকায় লালপুরের ৯ নং অর্জুনপুর বরমহাটি (এবি) ইউনিয়নের আঙ্গারিপাড়া গ্রামের কৃষক শহিদুল ইসলামের কষ্টে দিন কাটছিল। লোকের মুখে শুনে তিনি গত ১০ এপ্রিল তার কষ্টের কথা জানিয়ে ৩৩৩ নম্বরে ফোন করে ত্রাণ চান। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত ১২ এপ্রিল ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার কৃষক শহিদুল ইসলামকে চৌকিদারকে দিয়ে ডেকে নিয়ে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে মারধর করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় কৃষক শহিদুল ইসলাম বাদী হয়ে গত ১৫ এপ্রিল ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম (৩৫) এবং মো. রুবেলকে (৩০) অভিযুক্ত করে লালপুর থানায় মামলা করেন।
পুলিশ এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

নাটোরের জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে সাময়িক বরখাস্তের পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানিন দ্যুতি জানান, তিনি এখনও এ সংক্রান্ত কোনো চিঠি পাননি।

অপরদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহামুদুল হাসান মুঠোফোনে ওই দুইজনকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউল করিম রেজা/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।