নোয়াখালীতে নারায়ণগঞ্জ থেকে আসা তরুণ করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:৪৩ এএম, ২০ এপ্রিল ২০২০
প্রতীকী ছবি

নোয়াখালী সদর উপজেলার চর মটুয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের এক তরুণ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় পাঁচজনের করোনাভাইরাস শনাক্ত হলো। এদের মধ্যে মৃত্যুর পর নমুনা পরীক্ষায় দুইজনের জনের করোনা পজিটিভ পাওয়া যায়।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, গত ১৪ এপ্রিল ওই তরুণ নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন। খবর পেয়ে ১৫ এপ্রিল সকালে তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়। রোববার (১৯ এপ্রিল) রাতে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। হোম কোয়ারেন্টাইনে থাকা ওই যুবককে আপাতত বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরদার জানান, ব্রহ্মপুর গ্রামে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। যাতে করে ওই গ্রামে কেউ প্রবেশ বা গ্রাম থেকে বাহির হতে না পারে।

মিজানুর রহমান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।