পঞ্চগড়ে জ্বর-গলা ব্যথা নিয়ে কিশোরের মৃত্যু, বাড়ি লকডাউন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০২:১৪ পিএম, ২০ এপ্রিল ২০২০

পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের গাইঘাটা গ্রামে জ্বর, সর্দি ও গলা ব্যথা নিয়ে হাবিবুর রহমান রাজিব (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। সোমবার (২০ এপ্রিল) বিকেলে তাকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

স্থানীয়রা জানান, গাইঘাটা গ্রামের বজলুর রহমানের ছেলে হাবিবুর রহমান রাজিব এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। কয়েক দিন ধরে সে জ্বর, সর্দি ও গলা ব্যথায় ভুগছিল। রোববার (১৯ এপ্রিল) বিকেলে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়। তবে জন্ডিসের কারণে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে হাবিবুরের পরিবার।

স্থানীয় ইউপি সদস্য অখিল চন্দ্র বর্মন বলেন, তিন মাস আগে হাবিবুরের বড় ভাই মালদ্বীপ থেকে বাড়িতে আসেন। তার আরেক ভাই সম্প্রতি ঢাকা থেকে বাসায় ফেরেন। এসব কারণে এলাকার মানুষ কিছুটা আতঙ্কিত।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোলেমান আলী বলেন, করোনা সন্দেহে বিশেষ ব্যবস্থায় তার মরদেহ দাফনের ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া তাদের বাড়িও লকডাউন করা হয়েছে।।

সফিকুল আলম/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।