ফেনসিডিলসহ আটকের পর অভিযানে গিয়ে ‘বন্দুকযুদ্ধে’ নিহত
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সঙ্গে মাদক ব্যবসায়ীদের ‘বন্দুকযুদ্ধে’ জসিম উদ্দীন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে বিজিবি।
নিহত জসিম উদ্দীন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের মৃত আব্দুল করিম মন্ডলের ছেলে।
রোববার দিবাগত রাত ২টার দিকে জীবননগর উপজেলার ভরভরিয়া মাঠের একটি আমবাগানে বিজিবির সঙ্গে মাদক ব্যবসায়ীদের এ ‘বন্দুকযুদ্ধে’ তিনি নিহত হন। এর আগে জসিমকে রোববার বিকেলে ২৩ বোতল ফেনসিডিলসহ জীববনগর সীমান্তের ৬৬ মেইন পিলারের ৫০ বাংলাদেশের অভ্যন্তর থেকে আটক করে বিজিবি।
৫৮ ব্যাটালিয়নের পরিচালক কামরুল আহসান জানান, ১৯ এপ্রিল বিকেলে ২৩ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। এরপর গভীর রাতে তার স্বীকারোক্তি মোতাবেক জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের ভরভরিয়া মাঠের একটি আমবাগানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে দুইটি প্লাস্টিকের বস্তায় ভর্তি ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে এসময় জসিম উদ্দিনের সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে টহল দলের ওপর গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে টহল দল পাল্টা গুলি করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ সময় পালাতে গিয়ে কুখ্যাত মাদক চোরাকারবারী মো. জসিম উদ্দিন গুলিবিদ্ধ হয়। আহত জসিমকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ওয়্যার কাটার, তিনটি কাঁচি, একটি দা, একটি ছোরা ও একটি হাসুয়া উদ্ধার করা হয়।
আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/এমএস