ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আ.লীগ নেতাকে গুলির অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ২১ এপ্রিল ২০২০

নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে এক আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে বাটইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছিন্নদ্রি গ্রামে এ গোলাগুলির ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ বাহার উদ্দিন (৪৫) বাটইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

আহত বাহার উদ্দিন অভিযোগ করেন, বাটইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আমিন জনির সঙ্গে প্রতিপক্ষ শাকিব গ্রুপের দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছিন্নদ্রি গ্রামের চৌরাস্তা দোকান ঘর এলাকায় সংঘর্ষ হয়। শাকিব গ্রুপের কয়েকজন যুবক বাহারের বাড়ির পাশ দিয়ে দৌড়ে পালালে তাদের ধাওয়া করে জনি। এ সময় জনি তার বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করলে বাধা দেন বাহার উদ্দীন। এতেই ক্ষিপ্ত হয়ে তার বাম পায়ে গুলি করে জনি।

বাটইয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের প্রত্যক্ষ মদদে ছাত্রলীগ নেতা জনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত বলে অভিযোগ করেছেন গুলিবিদ্ধ ওই আওয়ামী লীগ নেতা। এ ঘটনায় মামলা দায়েরের করবেন বলেও জানিয়েছেন তিনি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা তারেক আমিন জনি বলেন, বাহারকে তিনি গুলি করেননি। তাকে লক্ষ্য করে শাকিব গ্রুপ গুলি ছুড়লে সেই গুলিতেই আহত হয়েছেন বাহার।

এদিকে এলাকার ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, গুলিবিদ্ধ বাহার বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার মদদে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ মিথ্যা দাবি করেন তিনি।

এ বিষয়ে কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় টিপু ও রুবেল নামে আরও দুই যুবক আহত হয়েছেন। তারা কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

তিনি আরও জানান, সংঘর্ষ এবং গোলাগুলি কোনো দলীয় আধিপত্য ও কোন্দলের জের ধরে সংঘটিত হয়নি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের কথা কাটাকাটি থেকে এ ধরনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত কোনো অভিযোগ করেনি।

মিজানুর রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।