দোকানে শত্রুতার জেরে আগুন, প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ২১ এপ্রিল ২০২০

নোয়াখালীর সোনাইমুড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বত্তরা। এতে ব্যবসা প্রতিষ্ঠানের ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে নিজের দোকানের সামনে গেলে বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন রাহাত (২০) এক ব্যবসায়ী।

নিহত মোহাম্মদ রাহাত পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের জাওড়া মিজি বাড়ির ফজলুল হকের ছেলে।

মঙ্গলবার ভোরে উপজেলার চাষিরহাট ইউনিয়নের কাবিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চাষিরহাট ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেহরাব হোসেন ভুট্টো ও হিযবুত তাওহীদ নেতা মহিন উদ্দিনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাষিরহাট ইউনিয়নের পোরকরা গ্রামের নজির আহমেদের ছেলে ও হিযবুত তাওহীদ নেতা মহিন উদ্দিনের চাচাতো ভাই শুভকে কাবিলপুর গ্রামের লোকজন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে গণপিটুনি দিলে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা নজির আহমেদ বাদী হয়ে কাবিলপুর গ্রামের হারুনের ছেলে মিলনকে ১নং আসামি, ১২ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাতনামা ৩০/৩৫ জনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ শুভ হত্যার ঘটনায় ১০ জনকে আটক করে কোর্টে পাঠায়।

এছাড়া গত ১৬ এপ্রিল গভীর রাতে দুর্বৃত্তরা কাবিলপুর ওয়ার্ড আওয়ামী লীগ অফিসে আগুন ধরিয়ে দেয়। উক্ত ঘটনায় কাবিলপুর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ বাদী হয়ে সোনাইমুড়ী থানায় পোরকরা গ্রামের বাদশা, কালাসহ কয়েক জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে দু’গ্রামবাসীর মধ্যে বিরোধ চলে আসছিল।

মঙ্গলবার ভোরে কাবিলপুর গ্রামের রাহাতের মুদি দোকান, আবু জাহেরের ওষুধের দোকান ও অজি উল্যাহর চায়ের দোকানে দুর্বত্তরা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে মুদি ব্যবসায়ী রাহাত আগুন নিয়ন্ত্রণে আনতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়।

চাষিরহাট ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান কামাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে পোরকরা গ্রামের হিযবুত তওহীদ নেতা মহিন উদ্দিন ও কাবিলপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে ধর্মীয় মতবিরোধ চলে আসছিল। এ নিয়ে পূর্বে কয়েকটি হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

সোনাইমুড়ী থানার ওসি আব্দুস সামাদ জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহালে লাশের ডান হাতে বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। তদন্ত করে জড়িতদের গ্রেফতার করা হবে।

মিজানুর রহমান/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।