কৃষকদের তালিকা তৈরি ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ

নাটোরে কৃষকদের পাকা ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) সিংড়া পৌর এলাকার আশপাশের কয়েকজন কৃষকের ধান কেটে দিয়েছেন তারা।
একই সঙ্গে যেসব কৃষক ধান কাটা শ্রমিক পাচ্ছেন না তাদের তালিকা তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে সব কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেবেন ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানিয়েছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশে কৃষকদের তালিকা তৈরি করে পাকা ধান কাটতে নেমেছেন তারা। তাদের এ কাজে সহযোগিতা করছেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস ও প্রতিমন্ত্রী পলকের ব্যক্তিগত সহকারী রুহুল আমিন। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় ধান কাটা অভিযান। পর্যায়ক্রমে সব কৃষকের ধান কেটে দেয়া হবে।
প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী রুহুল আমিন বলেন, সিংড়ায় বড় বড় কৃষকের ধান কাটা শ্রমিকের সমস্যা নেই। বিভিন্ন স্থান থেকে শ্রমিক এসে তাদের ধান কেটে দিয়ে যান। কিন্তু দরিদ্র কৃষকরা শ্রমিক পান না। তাদের দুর্দশার কথা চিন্তা করে ধান কাটা অভিযানে নেমেছনে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা।
সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, চলনবিলের মাঠের ধান প্রায় পেকে গেছে। পুরো মৌসুম এখনও শুরু হয়নি। ধান কাটার মৌসুম শুরু হলে বিভিন্ন জেলা থেকে প্রতি বছর যেভাবে শ্রমিক এসে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়ে যান; এবারও সময়মতো শ্রমিকরা আসবেন। এরই মধ্যে কিছু জমিতে ধান পেকেছে। কিন্তু করোনা আতঙ্কে শ্রমিকরা আসেননি।
তিনি বলেন, যেসব জেলা থেকে শ্রমিকরা ধান কাটতে আসেন সেসব জেলার প্রশাসনের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছেন প্রতিমন্ত্রী পলক। আশা করি ধান কাটা শ্রমিকদের সংকট হবে না। যদি সংকট হয় তাহলে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা ধান কেটে দেবে। ইতোমধ্যে ধান কাটা অভিযান শুরু করেছেন তারা।
রেজাউল করিম রেজা/এএম/এমএস