ত্রাণের দাবিতে ঝড়-বৃষ্টির মাঝেও ৩ শতাধিক নারী-পুরুষের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ২১ এপ্রিল ২০২০

দিনাজপুর বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর তিন শতাধিক নারী-পুরুষ ঝড়-বৃষ্টির মাঝেও ত্রাণের দাবিতে উপজেলার প্রধান ফটক সংলগ্ন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার বেলা ১১টা থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝে তারা ত্রাণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনের মহাসড়কে এ অবরোধ কর্মসূচি পালন করেন।

Birgonj

অবরোধ ও বিক্ষোভে অংশগ্রহণকারীরা জানান, আমরা করোনার কারণে ঘর থেকে বের হতে পারছি না। আমরা গরিব মানুষ। দিন আনি, দিন খাই। কাজ না করলে না খেয়ে থাকতে হয়। ত্রাণ না পেয়ে বাধ্য হয়েছি এখানে আসতে। আমাদের জনপ্রতিনিধিরা মুখ মুখ চিনে চিনে ত্রাণ সামগ্রী দিচ্ছে। আমাদেরকে কিছুই দেয়নি।

Birgonj

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন বলেন, বীরগঞ্জ পৌর এলাকায় ত্রাণ দেয়ার দায়িত্ব পৌর মেয়রের। আমি তাদের সাথে কথা বলেছি। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় দরিদ্র মানুষের যারা এখনও ত্রাণ পায়নি তারা যাতে দ্রুত ত্রাণ পায় সেই ব্যবস্থা করবো।

এমদাদুল হক মিলন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।