গাইবান্ধায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বজ্রপাতে সাইদুর রহমান (২৪) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাইদুর রহমান উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ গ্রামের ফারুক মিয়ার ছেলে।
উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ফারুক মিয়াসহ অপর দুজন নির্মাণ শ্রমিক উড়িয়া ইউনিয়নে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। কাঠুর বিল এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে সাইদুরের মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা ফারুক ও মিন্টু আহত হন।
জাহিদ খন্দকার/এএম/এমএস