জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ২২ এপ্রিল ২০২০

জয়পুরহাটে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’একরামুল হোসেন আরিফ (৩২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) ভোররাতে সদর উপজেলার উত্তর শেখপুর গ্রামে শ্রী নদীর পাশে তোকা শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে র‌্যাব।

নিহত একরামুল হোসেন আরিফ জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

death1

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, গোপন সংবাদের র‌্যাবের একটি দল ভোররাতে সদর উপজেলার উত্তর শেখপুর গ্রামের শ্মশান ঘাট এলাকায় মাদক উদ্ধারে অভিযানে যায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে মাদক ব্যবসায়ী আরিফ ও দুই র‌্যাব সদস্য আহত হলে তাদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়া হয়। এ সময় দায়িত্বরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শাটারগান, ৬ রাউন্ড গুলি, দুই রাউন্ড খালি খোসা, একটি ম্যাগজিন, ৫৫০ বোতল ফেনসিডিল, ৪৭৫ পিস ইয়াবাসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। নিহত আরিফের নামে জয়পুরহাট সদর ও পাঁচবিবি থানায় মাদক, অস্ত্র, পুলিশ অ্যাসল্ট মামলাসহ প্রায় ১৭-১৮টি মামলা রয়েছে।

রাশেদুজ্জামান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।