নারায়ণগঞ্জ থেকে পালিয়ে নোয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্ত যুবক
নারায়ণগঞ্জ থেকে পালিয়ে নোয়াখালীতে গেলেন করোনাভাইরাসে আক্রান্ত এক যুবক। নারায়ণগঞ্জে নমুনা দেয়ার পর পালিয়ে যান তিনি।
করোনাভাইরাসে আক্রান্ত ওই যুবকের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে। খবর পেয়ে তার বাড়িতে যায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, নারায়ণগঞ্জে নমুনা দিয়ে নোয়াখালীতে পালিয়ে আসেন করোনাভাইরাসে আক্রান্ত ওই যুবক। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ স্বাস্থ্য বিভাগ থেকে আমাদের জানানো হয় পালিয়ে আসা ওই যুবক করোনাভাইরাসে আক্রান্ত। তার রিপোর্ট পজিটিভ। তাকে কোয়ারেন্টাইনে রাখতে হবে।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার দাস বলেন, খবর পেয়ে আক্রান্ত ব্যক্তির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হবে।
অসীম কুমার দাস আরও বলেন, এর আগে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নোয়াখালীর চৌমুহনী বাজারের এক দোকান কর্মচারী মারা যান। তথ্য গোপন করে মঙ্গলবার তার সৎকার করা হয়। বিষয়টি জানতে পেরে মারা যাওয়া দোকান কর্মচারীর মালিকসহ বিভিন্ন জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
প্রসঙ্গত, এ পর্যন্ত নোয়াখালী জেলায় ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এক ইতালিপ্রবাসীসহ দুইজনের মৃত্যু হয়েছে।
মিজানুর রহমান/এএম/এমএস