নোয়াখালীতে তাবলিগ ফেরত ১৯ জনকে ধরে কোয়ারেন্টাইনে পাঠাল পুলিশ
নোয়াখালীর চাটখিল উপজেলার হালিমা দিঘীর পাড় থেকে পিকআপ ভ্যানে চড়ে তাবলিগ জামাত থেকে ফেরা ১৯ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) ভোরে তাদের আটক করা হয়। পরে আটকদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠায় পুলিশ।
চাটখিল ধানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে শেরপুর জেলা থেকে তাবলিগ জামাতের চিল্লা শেষে চাটখিলে পিকআপ ভ্যানে করে প্রবেশের সময় উপজেলার হালিমা দিঘীর পাড় নামক স্থান থেকে ১৯ জনকে আটক করে পুলিশ। পরে তাদেরকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নমুনা সংগ্রহ করে চাটখিল পিজি সরকারি উচ্চ বিদ্যালয়ে স্থাপিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। তাদের প্রত্যেকের বাড়ি চাটখিল উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানান ওসি।
মিজানুর রহমান/আরএআর/এমকেএইচ