ধান কাটতে ১৩শ শ্রমিক পাঠাল নাটোর পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৬:১৬ পিএম, ২২ এপ্রিল ২০২০

নাটোরের চলনবিল ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো ধান কাটার জন্য নাটোর থেকে ১৩শ শ্রমিক পাঠালো জেলা পুলিশ।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহার তত্ত্বাবধানে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন স্থান থেকে শ্রমিকদের সংগ্রহ করে পুলিশের খরচে দুপুরের খাবার, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কসহ বাসে তাদের সংশ্লিষ্ট জেলায় পাঠানো হয়। এর আগে প্রত্যেক শ্রমিককে থার্মাল স্ক্যানার দ্বারা পরীক্ষা করা হয়।

ধান কাটা শেষে প্রত্যেক শ্রমিককে ফিরিয়ে আনা হবে বলে জানান নাটোরের পুলিশ সুপার। তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, আপনারা সব সময় ছয় ফুট দূরত্বে অবস্থান করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

রেজাউল করিম রেজা/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।