ত্রাণের দাবিতে উপজেলা পরিষদে ভূমিহীনদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ২২ এপ্রিল ২০২০

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের সামনে সরকারি ত্রাণের জন্য অবস্থান ও বিক্ষোভ করেছেন ভূমিহীনরা। বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া পৌর এলাকার ঝাউদিয়া আবাসনের দুই শতাধিক ভূমিহীন নারী-পূরুষ ত্রাণের জন্য অবস্থান নেন ও বিক্ষোভ শুরু করেন।

তাদের অভিযোগ, পৌর এলাকার কোনো জনপ্রতিনিধি এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ খবর নেননি ও ত্রাণও দেননি। তাই তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।

ঝাউদিয়া আবাসনের বাসিন্দা মহিদুল ইসলাম বলেন, তারা এখন পর্যন্ত সরকারি কোনো ত্রাণ পাননি। তাছাড়া পৌর এলাকার কোনো জনপ্রতিনিধি তাদের এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নেননি। ২০ থেকে ২৫ দিন আগে ব্যক্তিগতভাবে দেয়া শুধুমাত্র ৫ কেজি চাল তারা পেয়েছিলেন। এখন আবাসনের প্রতিটা পরিবার খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। বাধ্য হয়ে তারা উপজেলা পরিষদের সামনে ত্রাণের জন্য বসে আছেন।

Jhenaidah-Bikkhov-Relife

আবাসনের বাসিন্দা নেহাল উদ্দিন, রোজিনা খাতুন, ভানু নেছা বলেন, করোনার প্রভাবে তারা কোথাও কাজ করতে পারছেন না। সরকারি কোনো ত্রাণও তারা পাচ্ছেন না। তারা এখন খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন।

এ ঘটনায় পৌর মেয়র কাজী আশরাফুল আজম বলেন, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তাকে ৪ টন চাল বরাদ্দ দেয়া হয়। এরসঙ্গে তিনি ব্যক্তিগতভাবে আরো ৩ টন চাল যোগ করে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ১০ কেজি করে চাল ও ৩ কেজি করে আলু বিতরণ করেছেন। ঝাউদিয়া আবাসনের বাসিন্দারা যে একেবারেই সাহায্য পায়নি তা ঠিক না। হয়তো সবাই পায়নি।

তিনি বলেন, বরাদ্দ কম। এ কারণে তিনি সবার ঘরে ঘরে ত্রাণ পৌঁছাতে পারছেন না।

ত্রাণ না পাওয়াদের বিক্ষোভের ব্যাপারে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ করেননি তিনি।

আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।