সিংড়ায় কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিকলীগ
নাটোরের সিংড়ায় প্রান্তিক কৃষকদের পাকা আগাম জাতের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিকলীগের স্বেচ্ছাসেবীরা। গতকাল মঙ্গলবার সিংড়া পৌর এলাকার আশে পাশে যে সমস্ত দরিদ্র ব্যক্তিদের এক দুই বিঘা জমির ধান পেকেছে কিন্তু শ্রমিক পাচ্ছে না তাদের তালিকা করে ধানা কাটা অভিযানে নেমেছেন তারা।
ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের স্বেচ্ছাসেবীরা জানান, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় এবং সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস ও প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী রুহুল আমিনের সহযোগিতায় তাদের এ ধান কাটা অভিযান অব্যাহত থাকবে।
প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী রুহুল আমিন বলেন, সিংড়ায় বড় বড় কৃষকদের ধান কাটা নিয়ে সমস্যা নেই। বিভিন্নস্থান থেকে শ্রমিকরা এসে তাদের ধান কেটে দিয়ে যান। কিন্তু দরিদ্র কৃষকরা শ্রমিক পান না। তাদের দুর্দশার কথা চিন্তা করেই মূলত এই স্বেচ্ছাসেবক বাহিনী ধান কাটা অভিযানে নেমেছেন।
সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, চলনবিলের মাঠের ধান প্রায় পেকে গেছে। পুরো মৌসুম এখনও শুরু হয়নি। ধান কাটার পুরো মৌসুম শুরু হলে বিভিন্ন জেলা থেকে প্রতিবছর যেভাবে শ্রমিকের দল এসে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়ে যায় এ বছরও সময় মতই শ্রমিকরা আসবেন।
রেজাউল করিম রেজা/এমএএস/এমকেএইচ