কুড়িগ্রাম লকডাউন ঘোষণা
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় এবং প্রতিরোধে অনির্দিষ্টকালের জন্য কুড়িগ্রাম জেলা লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কোভিড-১৯ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এই ঘোষণা দেন।
এ সময় আজ বিকেল ৫টা থেকে এ লকডাউন কার্যকরের ঘোষণা দেয়া হয়। সভায় সিভিল সার্জন, পুলিশ সুপারের প্রতিনিধিসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের এক বিজ্ঞপিততে জানানো হয়, লকডাউনের সময় জরুরি সেবা ব্যাতীত কুড়িগ্রাম জেলায় সকল ধরনের যানবাহন ও জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
উল্লেখ্য, কুড়িগ্রামে এখন পর্যন্ত ঢাকাফেরত ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।
নাজমুল হোসেন/এফএ/এমকেএইচ