সরকারি খরচে ধান কাটতে গেলেন লালমনিরহাটের শ্রমিকরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ২৩ এপ্রিল ২০২০

লালমনিরহাট জেলা থেকে প্রথম ধাপে ৪২ জন ধানকাটার শ্রমিককে দক্ষিণাঞ্চল ও হাওরে ধান কাটতে পাঠিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সরকারিভাবে গাজীপুরের উদ্দেশে যাত্রা করেন এই শ্রমিকরা।

এ অঞ্চলের অধিকাংশ শ্রমজীবী দেশের বিভিন্ন অঞ্চলে ধান কাটার কাজে গেলেও এবার করোনা ভাইরাসে প্রেক্ষাপট ভিন্ন। করোনাভাইরাসে কোথাও কাজ না পেয়ে কর্মহীন হয়ে পড়েছেন তিস্তাচরসহ বেশিরভাগ শ্রমিক। তাই এবার প্রশাসনের উদ্যোগে তালিকা তৈরি করে শ্রমিকদের কাজে পাঠানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন।

যাত্রার সময় শ্রমিকদের হাতে কৃষি বিভাগের প্রত্যয়নপত্র, উন্নতমানের ফেস মাস্ক, খাবার, জীবাণুনাশক স্প্রে, প্রয়োজনীয় ওষুধসহ বিভিন্ন উপকরণ তুলে দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দা সিফাত জাহান, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মুর্শিদ হকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে করোনাভাইরাস সংক্রান্ত প্রয়োজনীয় ব্রিফ করা হয় শ্রমিকদের।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাণঘাতী করোনাভাইরাস রোধে সরকারি বিধিনিষেধ ও লকডাউনের কারণে কেউ এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারছেন না। এতে করে দক্ষিণ-পূর্বাঞ্চলে আগাম বোরো ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন সেখানকার চাষিরা। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনায় ধান কাটার শ্রমিকদের তালিকা করা হয়েছে। প্রথম ধাপে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলা থেকে ৪২ জন ধান কাটার শ্রমিককে গাজীপুর ও দক্ষিণাঞ্চলে পাঠানো হচ্ছে। তাদের যাওয়া-আসার সব খরচ জেলা প্রশাসন বহন করবে।

এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর জানান, ইতোমধ্যে ১৫শ ধানকাটা শ্রমিকের তালিকা করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের বিনা খরচে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ধান কাটতে পাঠানো হবে।

রবিউল হাসান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।