ত্রাণ না পেয়ে ইউনিয়ন পরিষদ ঘেরাও
ত্রাণ না পেয়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৫নং ফরিদপুর ইউনিয়ন পরিষদ ঘেরাও করে বিক্ষোভ করেছেন ত্রাণ বঞ্চিতরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ফরিদপুর ইউনিয়ন পরিষদের সামনে কয়কশ নারী-পুরুষ বিক্ষোভ করেন।
বিক্ষোভে অংশ নেয়া নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, করোনা ভাইরাসে লকডাউন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অষ্টম ধাপে যেসব ত্রাণ বিতরণ করা হয়েছে তা শুধু চেয়ারম্যানের লোকজনদের দেয়া হয়েছে। চেয়ারম্যান নূর আজম মন্ডল তাদের কোনো প্রকার ত্রাণ দেননি। ফলে খেয়ে না খেয়ে অনাহারে দিন পার করছেন তারা।
বিক্ষোভের খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে স্থানীয়রা বিক্ষোভ তুলে নেন।
জাহিদ খন্দকার/এফএ/পিআর