ভ্যানচালকের বাড়ি থেকে ১৫৫০ কেজি চাল উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৮:১২ পিএম, ২৩ এপ্রিল ২০২০

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভ্যানচালকের বাড়ি থেকে এক হাজার ৫৫০ কেজি চাল উদ্ধার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের নগরপাড়া গ্রামের ভ্যানচালক আব্দুল জলিলের বাড়ি থেকে সরকারি সন্দেহে এসব চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৫০ কেজি ওজনের ৩১টি বস্তা চাল নাগেশ্বরী থানায় রাখা হয়েছে।

কুড়িগ্রাম ডিবি পুলিশের পরিদর্শক কফিল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। সন্দেহ করা হচ্ছে এগুলো সরকারি চাল। তবে কৌশল করে বস্তা পাল্টানো হয়েছে।

তিনি বলেন, ভ্যানচালক আব্দুল জলিল পালিয়েছেন। তবে তার পরিবার জানিয়েছে মন্তাজ নামে এক ব্যবসায়ী ভ্যানচালকের বাড়িতে চালগুলো রাখতে দিয়েছেন।

তিনি আরও জানান, এ বিষয়ে নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডায়রি করার প্রস্তুতি চলছে। তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে চালগুলো কোথা থেকে আনা হয়েছে।

নাজমুল হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।