গাজীপুর ফেরত গার্মেন্টসকর্মীর করোনাভাইরাস পজিটিভ

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে জয়পুরহাটের ৩৭ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের নমুনা নেগেটিভ হলেও গাজীপুর ফেরত ২০ বছর তরুণী এক গার্মেন্টসকর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শনিবার বিকেলে বগুড়া থেকে যে রিপোর্ট পাঠানো হয় তাতে এই তরুণীর রিপোর্টে করোনা শনাক্তের কথা নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. সেলিম মিঞা। করোনা শনাক্ত তরুণী হলেন কালাই উপজেলার দক্ষিণ পুনট পাঁচগ্রাম গ্রামের বাসিন্দা।
কালাই উপজেলার নির্বাহী অফিসার মোবারক হোসেন জানান, আক্রান্ত তরুণী ১০ দিন আগে গাজীপুর থেকে কালাই এসেছিলেন এবং তিনি হোম কোয়েরেন্টাইনে ছিলেন। আক্রান্ত তরুণীর আশপাশের কয়টি বাড়ির সদস্যকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করা হবে তা মেডিকেল টিমের রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে।এছাড়াও আক্রান্ত ব্যক্তির পরিবারের অন্য সদস্যদেরও নমুনা আগামীকাল সংগ্রহ করা হবে। ওই বাড়িসহ আশ-পাশের কোয়ারেন্টাইনে থাকা কারও যদি ত্রাণ প্রয়োজন হয় আমাদের জানালে তাদের বাড়িতে পৌঁছে দেয়া হবে।
কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশিক আহম্মেদ জেবাল বাপ্পী বলেন, আক্রান্ত তরুণী ও তার স্বামী দুইজনই গাজীপুরে গার্মেন্টেসে কাজ করতো। গাজীপুর থেকে আসার পর তারা হোম কোয়েরেন্টাইনে ছিলেন এবং তাদের নমুনা তিনদিন আগে সংগ্রহ করে পাঠানো হয়েছিল। এখনও তার স্বামীর রিপোর্ট আমাদের হাতে আসেনি।
জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে পাঠানো নমুনার মধ্যে কালাই উপজেলার আরও একজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।আক্রান্ত ব্যক্তির বয়স ২০ বছর ও গার্মেন্টস কর্মী। আক্রান্ত ব্যক্তিকে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট হেলথ টেকনোলজির আইসোলেশনে রাখা হবে। আক্রান্ত রোগীকে আইসোলেশনে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি ।
এর আগে কালাই উপজেলার জিন্দারপুর গ্রামে প্রথম দুইজন ও পাঁচবিবি উপজেলার ছোট মানিকগ্রামে ও দুইজন করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট ৫ জন আক্রান্ত হলেন। আগের আক্রান্ত ৪ জনকেও আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা চারজনই সুস্থ আছেন।
রাশেদুজ্জামান/এমএএস/এমকেএইচ