ঝিনাইদহে চিকিৎসকসহ আরও ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০১:৫৪ পিএম, ২৬ এপ্রিল ২০২০

ঝিনাইদহে নতুন করে চিকিৎসকসহ আরও সাতজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ জন। রোববার (২৬ এপ্রিল) সকালে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় দুইজন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের এক ডেন্টাল সার্জনসহ দুইজন, কোটচাঁদপুরে একজন, মহেশপুরে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের এক গাড়িচালক এবং শৈলকুপা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের একজন অফিস সহকারী রয়েছেন।

এদিকে ঝিনাইদহের ছয়টি উপজেলার মধ্যে পাঁচটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বাকি রয়েছে শুধু হরিনাকুন্ডু উপজেলা।

ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভুলে একজনের দুই বার পজিটিভ দেখানো হয়েছিল। কিন্তু পরে তা সংশোধন করা হয়। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৯ জন।

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সকালে ১৪ জনের নমুনার ফলাফল পাঠানো হয়েছে। এর মধ্যে সাতজনের করোনা পজিটিভ ধরা পড়েছে। আক্রান্ত সাতজনের মধ্যে একজন নারী, বাকি সবাই পুরুষ। আক্রান্তদের শারীরিক অবস্থা দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সিভিল সার্জন বলেন, মানুষ সবকিছু বোঝার পরও ঘরে থাকছে না। তাদের ঘরে না রাখতে পারলে পরিস্থিতি খারাপ হতে পারে।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।