ভোলায় জ্বর-শ্বাসকষ্টে নারীর মৃত্যু
ভোলায় জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে এক নারীর (৫০) মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
ওই নারী ভোলার চরফ্যাশন উপজেলার আমেনাবাদ ইউনিয়নের হালিমাবাদ গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, পাঁচ-ছয় দিন ধরে ওই নারী জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ সকালে তার মুত্যু হয়।
ভোলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ওই নারীর নমুনা সংগ্রহ করে বরিশালে পাঠিয়েছি। রিপোর্ট হাতে এলে জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না।
জুয়েল সাহা বিকাশ/এফএ/জেআইএম