বান্দরবানের থানচি বাজারে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৯:০৪ এএম, ২৭ এপ্রিল ২০২০

বান্দরবানের থানচি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০০টি দোকান পুড়ে গেছে। সোমবার (২৭ এপ্রিল) ভোর সোয়া ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানাতে পারেনি কেউ।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল জানান, ভোর সাড়ে ৫টার দিকে থানচি বাজার থেকে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখা যায় । মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়লে বাজারের ২০৩টি দোকানের মধ্যে প্রায় ২০০টি দোকান পুড়ে যায় । পার্শ্ববর্তী উপজেলাগুলোতে দমকল বাহিনীর কয়েকটি ইউনিটকে খবর দেয়া হলে সকাল ৮টায়ও দূরত্বের কারণে তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তবে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এখনও বাজারে থাকা গ্যাস সিলিন্ডারের দোকানগুলোতে সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

ধোঁয়ার কারণে বাজারে কেউ প্রবেশ করতে পারছেন না। দমকল বাহিনীর সদস্যরা আসলেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান ইউএনও।

সৈকত দাশ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।