ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তা নিয়ে দুই পরিবারের ঝগড়ায় শিশুর মৃত্যু
বাড়ির রাস্তা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুই পরিবারের ঝগড়ায় মায়ের কোল থেকে পড়ে ফারিয়া (দুই মাস) নামে এক শিশু প্রাণ হারিয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রামে এ ঘটনা ঘটে। ফারিয়া ওই গ্রামের কবির মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির রাস্তা নিয়ে গোকর্ণ গ্রামের বাসিন্দা জসিম মিয়ার সঙ্গে কবির মিয়ার স্ত্রী জোৎস্না বেগমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পরিবারের লোকজন ঝগড়ায় লিপ্ত হয়। এ সময় জোৎস্নার কোল থেকে মাটি পড়ে প্রাণ হারায় শিশু ফারিয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।
নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুর মরেদহ মময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
আজিজুল সঞ্চয়/এএম/পিআর