পঞ্চগড়ে ভারত ফেরত একজনসহ ৩ জনের করোনা পজিটিভ
পঞ্চগড়ে এক নারীসহ আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুজনের বাড়ি দেবীগঞ্জ এবং একজন তেঁতুলিয়া উপজেলার।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল সাতজনে। রাতে সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, দেবীগঞ্জ পৌরসভা এলাকার আক্রান্ত নারী গাজীপুর ফেরত। তিনি দেবীগঞ্জে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়া একই উপজেলার চেংঠিহাজরাডাঙ্গা ইউনিয়নের যুবক আক্রান্ত নারায়ণগঞ্জ ফেরত। তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
তেঁতুলিয়া উপজেলায় আক্রান্ত অপর জন গত ১৫ এপ্রিল ভারত থেকে বাংলাবান্ধা ইমিগ্রেশন হয়ে তেঁতুলিয়ায় এসেছেন। তিনি বাংলাবান্ধায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন। তার বাড়ি ঠাকুরগাঁওয়ে বলে জানা গেছে।
এর আগে তেঁতুলিয়া ও বোদা উপজেলায় চারজনের করোনা শনাক্ত পাওয়া যায়।
সফিকুল আলম/এমএএস