নোয়াখালীতে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:২৩ পিএম, ২৮ এপ্রিল ২০২০
প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৬২ বছরের আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের রামপুর গ্রামে। এ নিয়ে নোয়াখালীতে সাতজন করোনায় আক্রান্ত হলেন।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার দাস জাগো নিউজকে বলেন, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আক্রান্ত ব্যক্তির রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্ত ব্যক্তির নমুনা ২১ এপ্রিল চট্টগ্রামে বিআইটিআইডিতে পাঠানো হয়। নুমনা সংগ্রহ করার পর থেকে ওই ব্যক্তির বাড়ি লকডাউন রয়েছে।

তিনি আরও বলেন, মেডিকেল টিম নিয়ে ওই ব্যক্তির বাড়িতে যাচ্ছি আমরা। আক্রান্ত হওয়ার কিছুদিন আগে লক্ষ্মীপুরে গিয়েছিলেন ওই ব্যক্তি। সেখান থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তার।

মিজানুর রহমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।