উপসর্গ ছাড়াই ফেনীতে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:১৯ এএম, ৩০ এপ্রিল ২০২০
ফাইল ছবি

ফেনীতে আরও দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন সরকারি কর্মকর্তা ও অপরজন ঢাকা ফেরত গৃহপরিচারিকা। উভয়ই দাগনভূঞা উপজেলায় আক্রান্ত হয়েছেন। তবে তাদের কারও শরীরে করোনার কোনো উপসর্গ ছিল না বলে জানিয়েছেন দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম।

ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, আক্রান্ত ব্যক্তি দাগনভূঞা উপজেলা কার্যালয়ে কর্মরত। তার বাড়ি চট্টগ্রামের আকবর শাহ থানার পাহাড়তলি রেলওয়ে হাউজিং সোসাইটি এলাকায়। তিনি দাগনভূঞা শহরে ব্যাচেলর বাসায় থাকেন। গত ২১ এপ্রিল তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে পাঠানো হয়। বুধবার (২৯ এপ্রিল) রাতে সেখান থেকে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

সিভিল সার্জন আরও জানান, উপজেলার জায়লস্কর ইউনিয়নের আলমপুরে এক নারীর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি ঢাকায় গৃহপরিচারিকার কাজ করতেন। গ্রামে আসলে গত ২২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়। বুধবার বিকেলে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম জানান, আক্রান্তদের শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আক্রান্তদের আইসোলেশনে আনার ব্যবস্থা করা হবে।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হোসেন বলেন, আক্রান্তদের সংস্পর্শে আসাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে।

এখন পর্যন্ত ফেনীতে চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে দাগনভূঞায় দুইজন, সোনাগাজীতে একজন ও ছাগলনাইয়ায় একজন করোনায় আক্রান্ত হয়েছেন। দুইজন ঢাকা ফেরত, একজন চট্টগ্রাম থেকে আসা ও একজন নিজ এলাকায় আক্রান্ত হয়েছেন।

রাশেদুল হাসান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।