এক মাস দোকান বন্ধ, জুতার বক্সে মিলল ২০০ গোখরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০২:২৬ পিএম, ৩০ এপ্রিল ২০২০

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজারে জুতার দোকান পরিষ্কার করতে গিয়ে ২০০টি বিষাক্ত গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে বড়খাতা বাজার রেল গেট এলাকায় সাফল্য সু-স্টোরের জুতার বক্স থেকে সাপের বাচ্চাগুলো বেড়িয়ে আসে।

দোকানের মালিক বাদশা মিয়া বলেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে প্রায় এক মাস দোকান বন্ধ ছিল। তাই বৃহস্পতিবার দুপুরে দোকান পরিষ্কার করতে যাই। এ সময় দোকানের ভেতরের জুতার বক্সের মধ্যে প্রথম একটি বিষাক্ত গোখরা সাপ দেখতে পাই। পরে একে একে জুতার বক্সগুলো খুললে সাপের বাচ্চা বের হতে শুরু করে। এ সময় উপস্থিত ক্রেতারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয়রা লাঠি দিয়ে সাপের বাচ্চাগুলোকে মেরে ফেলেন। দোকান থেকে ২০০টি গোখরা সাপের বাচ্চা বের করে মেরে ফেলা হয়েছে।

এ বিষয়ে বড়খাতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সদস্য আব্দুর সাত্তার বলেন, ওই দোকানে আরও সাপ থাকতে পারে। তাই দোকানের মালিক বাদশাকে সব কিছু পরিস্কার করে দোকানটি খুলতে বলা হয়েছে।

রবিউল হাসান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।