এক পরিবারের পাঁচ সদস্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়ায় নারায়ণগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় আসা এক পরিবারের পাঁচ সদস্যকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে আশুগঞ্জ উপজেলা প্রশাসন তাদেরকে জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের তুল্লাপাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে পাঠায়।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশুগঞ্জের চরচারতলা গ্রামের এক ব্যক্তি তার পরিবারের চার সদস্যকে নিয়ে নারায়ণগঞ্জে থাকতেন। সেখানে তিনি ভ্যান চালান। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়েন তিনি। সেজন্য থাকা-খাওয়ায় সমস্যা হওয়ায় বৃহস্পতিবার সকালে তিনি চরচারতলা গ্রামের বাড়িতে চলে আসেন। গ্রামের লোকজন অন্তত তাদের না খেয়ে মরতে দেবে না- ভেবে পরিবার নিয়ে নারায়ণগঞ্জ থেকে গ্রামে চলে আসে বলে প্রশাসনকে জানিয়েছে পরিবারটি।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিমুল হায়দার বলেন, নারায়ণগঞ্জ থেকে আসার খবর পাওয়ার পর ওই পরিবারের পাঁচ সদস্যকে নাসিরনগরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে।
আজিজুল সঞ্চয়/এএম/এমকেএইচ