একমাত্র রোগী সুস্থ, ফুলবাড়ী করোনাভাইরাসমুক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ৩০ এপ্রিল ২০২০

করোনাভাইরাসমুক্ত হয়ে ঘরে ফিরেছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার একমাত্র করোনা আক্রান্ত এনামুল হক (৩১)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) করোনার দ্বিতীয় পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে তার।

এরপর তাকে বাড়ি পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হোসেন।

করোনাজয়ী এনামুল হক বলেন, গত ১৬ দিন দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও উপজেলা প্রশাসন নিয়মিক আমার খোঁজখবর নিয়েছেন। তার চিকিৎসা ও সেবা পেয়ে আমি সুস্থ হয়ে ঘরে ফিরলাম।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল হোসেন বলেন, ফুলবাড়ীতে ৩৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৩ জনের নেগেটিভ আসে। পাশাপাশি একজনের পজিটিভ আসে। আক্রান্ত এনামুল হক এখন করোনামুক্ত হয়েছেন। বর্তমানে ফুলবাড়ীতে কোনো করোনা রোগী নেই। ফুলবাড়ী করোনামুক্ত।

গত ১৪ এপ্রিল এই উপজেলায় করোনাভাইরাস শনাক্ত হয়। উপজেলার দৌলতপুর ইউনিয়নের মধ্যমপাড়া গ্রামের বাসিন্দা এনামুল হক করোনায় আক্রান্ত হন। এরপর তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়। পাশাপাশি তার বাড়িসহ ওই এলাকা লকডাউন করে দেয়া হয়। ১৬ দিন চিকিৎসা নিয়ে করোনামুক্ত হন তিনি। এ পর্যন্ত এই উপজেলায় তার মাধ্যমে কেউ সংক্রমিত হয়নি।

এমদাদুল হক মিলন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।