ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত দুইজনকে ঢাকায় প্রেরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ০১ মে ২০২০
প্রতীকী ছবি

করোনাভাইরাসে ব্রাহ্মণবাড়িয়া জেলায় নতুন করে আরও দুইজন আক্রান্ত হয়েছেন। শুক্রবার দুপুরে ওই দুইজনের কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে আক্রান্ত দুইজনকেই ঢাকায় পাঠানো হয়েছে।

নতুন আক্রান্তদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন দুইজন।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন আক্রান্তদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মধ্যপাড়ার এক নারী ও নাসিরনগর উপজেলার কুণ্ডা এলাকার একজন পুরুষ। তাদের দুইজনই ষাটোর্ধ্ব বয়সী।

মধ্যপাড়ার ওই নারীর শরীরে করোনাভাইরাসের উপসর্গ রয়েছে। তিনি বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন। তার স্বামী করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মারা গেছেন।

আর নাসিরনগরের আক্রান্ত ব্যক্তির ডায়াবেটিস ও কিডনি সমস্যা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় তাদের চিকিৎসা দেয়ার মতো ব্যবস্থা না থাকায় দুইজনকেই ঢাকায় পাঠানো হয়েছে।

আজিজুল সঞ্চয়/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।