রান্নাঘরের দরজায় বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর
প্রতীকী ছবি
পঞ্চগড়ে বজ্রপাতে মুক্তা আক্তার (২৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) সকালে জেলা শহরের পূর্ব জালাসী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুক্তা আক্তার ওই এলাকার লাল মিয়ার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
স্থানীয়রা জানান, সকালে সন্তানদের জন্য খাবার তৈরি করতে রান্নাঘরে যান মুক্তা। এ সময় বৃষ্টির সঙ্গে প্রচণ্ড শব্দে বিদ্যুৎ চমকাতে শুরু করলে তিনি দরজার কাছে দাঁড়ান। একপর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু।
পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহমদ বজ্রপাতে ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।।
সফিকুল আলম/আরএআর/পিআর