সুনামগঞ্জে আরও দুজন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৪:১৮ এএম, ০৪ মে ২০২০

সুনামগঞ্জে নতুন করে আরও দুজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৬ জনে।

রোববার (০৩ মে) রাতে সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। শনাক্ত হওয়া দুজনই জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা।

জানা গেছে, রোববার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সিলেট বিভাগে ৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। তার মধ্যে দুজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, রোববার সুনামগঞ্জের আরও দুজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। তারা জগন্নাথপুর উপজেলার বাসিন্দা। বিস্তারিত জানতে একটু সময় লাগবে। আমরা তাদের আইসোলেশনে নিয়ে আসার ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়, যা রোববার পর্যন্ত ৩৬ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় চারজন, বিশ্বম্ভরপুর উপজেলায় পাঁচজন, জগন্নাথপুর উপজেলায় ছয়জন, দিরাই উপজেলায় দুজন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় চারজন, ধর্মপাশা উপজেলায় তিনজন, দোয়ারাবাজার উপজেলায় চারজন, জামালগঞ্জ উপজেলায় তিনজন, শাল্লা উপজেলায় তিনজন ও ছাতক উপজেলার দুজন।

মোসাইদ রাহাত/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।