আজ বসছে পদ্মা সেতুর ২৯তম স্প্যান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:১৪ এএম, ০৪ মে ২০২০

করোনাভাইরাসে সৃষ্ট ‘লকডাউন’ পরিস্থিতি আর বিরূপ আবহাওয়ায়ও থেমে নেই পদ্মা সেতুর নির্মাণ কাজ। আজ সোমবার বসতে যাচ্ছে সেতুর ২৯তম স্প্যান। আবহাওয়াসহ সবকিছু ঠিকঠাক থাকলে মাওয়া প্রান্তের সেতুর ১৯ ও ২০ নম্বর পিলারের ওপর বসবে এ স্প্যানটি। আর এতে দৃশ্যমান হবে পদ্মা সেতুর ৪ হাজার ৩৫০ মিটার।

রোববার (৩ মে) সকাল ৮টার দিকে স্প্যানটিকে মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়ার কাছে কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনে করে নিয়ে যাওয়া হয়েছে ১৯ ও ২০ নম্বর পিলারের কাছে। আজ (৪ মে) সকাল থেকে স্প্যানটিকে পিলারের ওপর বসানোর কাজ শুরু হবে। এ তথ্য নিশ্চিত করেছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।

সেতুর ৪২টি স্প্যানের মধ্যে আজ ২৯তম স্প্যানটি বসলে আর বাকি থাকবে মাত্র ১৩টি স্প্যান। সংশোধিত সিডিউল অনুযায়ী আগামী নভেম্বরের মধ্যে সব স্প্যান বসার কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তবে দায়িত্বশীল প্রকৌশলীরা মনে করছেন নির্ধারিত সময়ের আগেই আগস্টের মধ্যে সব স্প্যান বসানোর কাজ শেষ হবে।

এর আগে ১১ এপ্রিল বসে পদ্মাসেতুর ২৮তম স্প্যান। ২১ ও ২০ নম্বর পিলারে বসানো হয় ২৮তম স্প্যানটি।

৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটির ওপর দিয়ে সড়কপথ ও নিচের অংশে থাকবে রেলপথ। সেতুর প্রত্যেকটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতায় নিজস্ব অর্থায়নে ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূলসেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে চীনের ‘সিনো হাইড্রো করপোরেশন’।

এমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।