তারাবির নামাজ পড়ে ফেরার পথে প্রতিবেশীর হামলায় নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ০৪ মে ২০২০
প্রতীকী ছবি

 

দিনাজপুরের বিরলে বাড়ির টিউবওয়েলের পানি নিষ্কাশনকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় নুরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নুরুল ইসলাম উপজেলার বালান্দের জলপাড়া গ্রামের মৃত আকালু মোহাম্মদের ছেলে।

সোমবার সকালে হত্যার ঘটনায় মৃত নুরুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম বাদী হয়ে ৬ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- নিহতের প্রতিবেশী তোফাজ্জল হোসেন ঝুলু (৪৬) ও তার স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৪২)। সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে রোববার রাতে এ হামলার ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, রোববার রাত সোয়া ৯টায় নুরুল ইসলাম স্থানীয় জামে মসজিদে তারাবির নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির টিউবওয়েলের পানি নিষ্কাশন নিয়ে আগে থেকে চলা দ্বন্দ্বের জেরে প্রতিবেশী তোফাজ্জল হোসেন ঝুলু এবং তার সঙ্গে থাকা লোকজন নুরুলের উপর হামলা চালায়। এতে মারাত্মক আহত নুরুলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ রাতেই প্রতিবেশী ঝুলু ও তার স্ত্রীকে গ্রেফতার করে।

বিরল থানার ওসি শেখ নাসিম হাবিব জানান, হামলায় আর কারা জড়িত তা খুঁজে দেখা হচ্ছে।

এমদাদুল হক মিলন/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।