কোয়ারেন্টাইনে থাকা ৬০ পরিবারকে ত্রাণ দিল পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ০৪ মে ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তিন গ্রামের ৬০ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে পুলিশ।

সোমবার (৪ মে) দুপুরে জেলা পুলিশের উদ্যোগে আশুগঞ্জের বগৈর, খড়িয়ালা ও মৈশার গ্রামের কর্মহীন এবং অসহায় ৬০ পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়। পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান পরিবারগুলোর সদস্যদের হাতে ত্রাণ সহায়তা তুলে দেন।

লকডাউনের মধ্যে গত ১৮ এপ্রিল সরাইল উপজেলার বেড়তলা গ্রামের জামিয়া রাহমানিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজার নামাজে লাখো মানুষের সমাগম হয়। এ ঘটনায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে বেড়তলা গ্রামসহ আশুগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দাদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয় স্থানীয় প্রশাসন। গত ২ মে কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে। তবে এর মধ্যে গ্রামগুলোর কোনো বাসিন্দার মধ্যে করোনাভাইরাসের উপসর্গ দেয়া যায়নি।

কর্মহীন ও অসহায় পরিবারগুলোকে দেয়া পুলিশের ত্রাণসামগ্রীর মধ্যে ছিল পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি ডাল ও এক কেজি তেল।

পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, করোনাভাইরাসের বৈশ্বিক এই দুর্যোগে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মানবিকতা ছড়িয়ে দিচ্ছে সর্বত্র। এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। পুলিশের এই ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ত্রাণ সহায়তা দেয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মুহাম্মদ আলমগীর হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হোসেন ও আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ উপস্থিত ছিলেন।

ত্রাণ সহায়তা প্রদান শেষে পুলিশ সুপার আনিসুর রহমান আশুগঞ্জ উপজেলার টোলপ্লাজাস্থ জেলা পুলিশের নিরাপত্তা চৌকি পরিদর্শন করেন।

আজিজুল সঞ্চয়/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।