ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ০৪ মে ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার হরষপুর ইউনিয়নের একতারপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, একতারপুর গ্রামের বাসিন্দা শাহ আলম মাস্টার ও হাশেম মেম্বারের লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে ইতোপূর্বে দুই পক্ষের সংঘর্ষও হয়েছে। সম্প্রতি ওই দুই পক্ষের মধ্যে বাড়ির সীমানা নিয়ে নতুন বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে সোমবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হন।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই সংঘর্ষ থেমে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আজিজুল সঞ্চয়/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।