চাঁপাইনবাবগঞ্জে নমুনা পরীক্ষায় ধীরগতি, আক্রান্ত দুজন সুস্থ
চাঁপাইনবাবগঞ্জে করোনার নমুনা পরীক্ষায় রাজশাহী মেডিকেলের পিসিআর ল্যাবে গতি ধীর হওয়ায় এবং সামাজিক দূরত্ব না মানায় জেলায় করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে।
জেলার মোট জনগোষ্ঠী প্রায় ১৭ লাখ হলেও পাঁচ উপজেলা থেকে প্রতিদিন সংগ্রহ করা হচ্ছে মাত্র ৪০টি করে নমুনা। আবার এ নমুনার ফলাফল আসতেও বিলম্ব হচ্ছে। এছাড়া নারায়ণগঞ্জফেরত যে দুই ব্যক্তি করোনা পজিটিভ ছিলেন তারা সুস্থ হতে চলেছেন।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, জেলায় নারায়ণগঞ্জফেরত দুজন করোনা রোগী শনাক্ত হওয়ার ১৪ দিন পর তাদের প্রথম দফায় করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। দ্বিতীয় দফায় পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে তাদের হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত করে দেয়া হবে।
তিনি আরও জানান, বর্তমানে জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২ হাজার ৪১২ জন। জেলায় রোববার পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৭৬ জনের। এর মধ্যে রিপোর্ট এসেছে ৩২১ জনের এবং বাকি রয়েছে ৫৫টির।
মোহাঃ আব্দুল্লাহ/এমএএস/পিআর