মুন্সিগঞ্জে নতুন করে থানার ওসিসহ ৩১ জন করোনায় আক্রান্ত
মুন্সিগঞ্জে নতুন করে সদর থানা পুলিশের ওসিসহ (অপরেশন) আরও ৩১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৯৭ জনের করোনাভাইরাস শনাক্ত হলো। মঙ্গলবার (৫ মে) সকালে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, সিরাজদিখান উপজেলায় ১৫ জন ও শ্রীনগর উপজেলায় একজন রয়েছেন। এছাড়াও শ্রীনগরে ফলোআপ রোগীর পজিটিভ রিপোর্ট এসেছে।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, গত ২ মে ১২২ জনের নমুনা সংগ্রহ করে ৩ মে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে (নিপসম) পাঠানো হয়। এর মধ্যে সোমবার (৪ মে) রাতে ৮১ জনের নমুনার রিপোর্ট এসেছে। আইইডিসিআরে পাঠানো ২৮ এপ্রিলের রিপোর্ট এখনও আসেনি। সোমবার আরও ১০৩ জনের সংগ্রহ করে মঙ্গলবার নিপসম পাঠানো হয়েছে।
আরএআর/এমকেএইচ