মুন্সিগঞ্জে করোনার উপসর্গ নিয়ে স্বাস্থ্যকর্মীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ০৫ মে ২০২০
ফাইল ছবি

মুন্সিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার বিকেলে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। ওই স্বাস্থ্যকর্মী সদর উপজেলার বাগেশ্বর কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আশরাফ-উল-ইসলাম (৩৬)।

ওই স্বাস্থ্যকর্মী করোনার উপসর্গ নিয়ে তার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। হঠাৎ অসুস্থবোধ করায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে নিয়ে আসা হয়। সেখানে অক্সিজেন দেয়া হয়। কিন্তু অবস্থার আরও অবনিত ঘটলে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়। আইসোলেশন থেকে রওনা হয়ে কিছুদূর যাওয়ার পর তার মৃত্যু হয়। তিনি সদর উপজেলা মিরকাদিমের চন্দনতলা গ্রামের মো. সালাউদ্দিনের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন কুমার বণিক এ তথ্য নিশ্চিত করে জানান, করোনার উপসর্গ থাকায় বাড়িতে অবস্থান করছিলেন তিনি। রোববার তার নমুনা সংগ্রহ করে সোমবার ঢাকায় পাঠানো হয়। কিন্তু রিপোর্ট হাতে আসার আগেই তিনি চিরবিদায় নিলেন। তাকে ডব্লিওএইচও’র প্রটোকল অনুযায়ী দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

মুন্সিগঞ্জ স্বাস্থ্য বিভাগে মঙ্গলবার পর্যন্ত ৯ জনসহ অন্তত ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।