দিনাজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ০৫ মে ২০২০

দিনাজপুরের বোচাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও আইন অমান্য করে ব্যবসা চালানোর অভিযোগে ৪ ব্যবস্যা প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম মঙ্গলবার দুপুরে এই জরিমানা করেন।

মমতাজ বেগম জানান, বোচাগঞ্জ শহরের ভাই-বোন মুড়ির মিলে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করার কারণে ১৫ হাজার টাকা, পচা খাদ্য দিয়ে মাছের ফিড তৈরির অপরাধে বৃন্দাবন সরকার নামের এক দোকানিকে ১০ হাজার ও আইন অমান্য করে ব্যবসা পরিচালনা করার অপরাধে সামাদ অ্যান্ড সন্স নামের এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিতে খাবার তৈরির অপরাধে রুচিতা বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, ভোক্তা অধিকার আইনে কোনো ব্যক্তি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং বিপণন করতে পারবে না। যারাই এই আইন অমান্য করবেন তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

এমদাদুল হক মিলন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।