পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত
ফাইল ছবি
পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় রাকিব হাসান সাকিব নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সদরের কামাত কাজলদিঘী ইউনিয়নের ডিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাকিব ওই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, শিশু রাকিব হাতে তরমুজ নিয়ে খেতে খেতে বাড়ির বাইরে বের হয়। এ সময় একটি ট্রাক্টর মোড় নেয়ার সময় তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কামাত কাজলদীঘি ইউনিয়নের চেয়ারম্যান মো. মোজাহার আলী বলেন, ট্রাক্টরের ধাক্কায় শিশু সাকিব নিহত হয়েছে। তাকে দাফন করা হয়েছে।
সফিকুল আলম/এএম/এমএস