ফেনীতে করোনাভাইরাস : আরও দুইজন আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ০৬ মে ২০২০

ফেনীতে আরও দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (০৬ মে) বিকেলে ফেনী স্বাস্থ্য বিভাগের করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডা. সরফুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আক্রান্ত দুইজনের বয়স ১৩ ও ১৭ বছর। তারা দুইজনই নারী। এদের মধ্যে একজনের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার বরইয়া এলাকায়। অপরজনের বাড়ি মিরসরাই উপজেলার করেরহাটে হলেও ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপল এলাকায় নানার বাড়িতে থাকেন।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, ২ মে শ্বাসকষ্ট নিয়ে ১৩ বছরের এক কিশোরী ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি হয়। তার বাড়ি মিরসরাই উপজেলায়। ৪ মে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়।

তিনি আরও বলেন, করোনা আক্রান্ত কিশোরীর শারীরিক অবস্থা তেমন ভালো নয়। তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় আইসিইউ সেবা দিতে চট্টগ্রামে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোজাম্মেল হক বলেন, উপজেলায় ১৭ বছরের এক কিশোরী করোনায় আক্রান্ত হয়। তার বাড়ি ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামে। গত ২৯ এপ্রিল স্বাস্থ্য কমপ্লেক্সে এলে নমুনা সংগ্রহ করা হলে বুধবার তার রিপোর্ট পজেটিভ আসে।

ফেনীতে এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছয়জন। এদের মধ্যে ছাগলনাইয়ার দুইজন, দাগরভূঞার দুইজন, সোনাগাজীর একজন ও ফুলগাজীর একজন।

বুধবার সকালে ফেনী ট্রমা সেন্টার থেকে করোনা আক্রান্ত সোনাগাজীর এক যুবক ও ছাগলনাইয়ার এক যুবক ছাড়পত্র পেয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের ১৪ দিন হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে।

রাশেদুল হাসান/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।