প্রতি কেজি মুরগিতে ২০ থেকে ২৫ টাকা লোকসান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ১১:২১ এএম, ০৭ মে ২০২০
ফাইল ছবি

মাত্র কয়েক মাস আগেও মাগুরার প্রতিটি পোল্ট্রি খামার ছিল জমজমাট। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বর্তমানে অনেক খামারি লোকসানের ভয়ে নতুন করে খামারে মুরগির বাচ্চা তুলছেন না। অনেক খামারি ব্যাংকের ঋণ পরিশোধের দুশ্চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন।

ক্ষুদ্র ও মাঝারি আকারের খামারিরা বলছেন- পোল্ট্রি খাবারের দাম বেশি হওয়ায় ও সময় মতো মুরগি বাজারজাত না করতে পারায় দিন দিন পোল্ট্রি শিল্প ধ্বংসের দিকে চলে যাচ্ছে।

সদর উপজেলার বেননগর গ্রামের পোল্ট্রি খামারি মিটু মিয়া বলেন, সারা বছর বাজারে পোল্ট্রির চাহিদা থাকলেও এবার করোনাভাইরাসের কারণে পুঁজি সংকটে পড়বেন অনেক ব্যবসায়ী। এছাড়া যারা আগে বাচ্চা তুলেছেন তারাও প্রতি কেজি মুরগিতে ২০ খেকে ২৫ টাকা লোকসান গুণছেন।

বাল্য গ্রামের খামারি পিকুল হোসেন জানান, তার খামারে বিক্রয়যোগ্য মুরগি থাকলেও করোনাভাইরাসের কারণে বিক্রি না হওয়ায় হতাশায় দিন কাটাচ্ছেন তিনি।

মাগুরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হাদিউজ্জামান পোল্ট্রি খামারিদের দুর্দিনের কথা স্বীকার করে বলেন, এভাবে বেশি দিন চললে এ শিল্পের সঙ্গে জড়িতরা ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হবেন।

আরাফাত হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।