পুকুরে ভেসে উঠল শিশুর লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ০৭ মে ২০২০
প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলায় পুকুরের পানিতে ডুবে মরিয়ম নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে পূর্ব-নওমালা গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মো. রফিক মিয়া বলেন, দুপুরে মরিয়ম ঘরের সামনে বসে খেলছিল। খেলতে গিয়ে সবার অগোচরে ঘরের সামনের পুকুরে পড়ে যায়। পরিবারের সবাই মরিয়মকে খোঁজ করতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে তার ভাসমান মরদেহ দেখতে পায়। মরিয়ম পূর্ব-নওমালা গ্রাম এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের মেয়ে।

স্থানীয় বাসিন্দা আবুল মিয়া বলেন, মরিয়ম শহিদুলের আদরের মেয়ে ছিল। শিশুর মৃত্যুতে ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

ইউনিয়ন কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক বলেন, শিশুটিকে এখানে নিয়ে আসার আগে মৃত্যু হয়েছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।