পঞ্চগড়ে ঢাকা থেকে আসা ব্যক্তির করোনা পজিটিভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৯:২৭ এএম, ০৮ মে ২০২০
ফাইল ছবি

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ এলাকায় আরও একজনের (৪৫) দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১ জন। বৃহস্পতিবার (৭ মে) রাতে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে সদর উপজেলা প্রশাসন আক্রান্ত ওই ব্যক্তির বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে দিয়েছে

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, করোনায়ে আক্রান্ত ব্যক্তি গত ২ মে ঢাকা থেকে তার গ্রামের বাড়িতে ফিরলে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। ৫ মে তার নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার তার করোনা পজিটিভি রিপোর্ট আসে।

সফিকুল আলম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।