টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ১

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে শনিবার (০৯ মে) দুপুর পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৭ জনে।
করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন দুইজন। সুস্থ হয়েছেন ১১ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১২ জন। হাসপাতালের কোয়ারেন্টাইনে আছেন ৭৮ জন। কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৩৬৮ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় সর্বমোট ৪৭ জন করোনায় আক্রান্ত। এর মধ্যে মির্জাপুরের নয়, ভূঞাপুরের সাত, সখিপুরের ছয়, দেলদুয়ারের ছয়, নাগরপুরের পাঁচ, গোপালপুরের চার, ধনবাড়ীর তিন, সদরের তিন, কালিহাতীর দুই, ঘাটাইলের এক এবং মধুপুরের একজন।
ঘাটাইল আর মির্জাপুরে করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সুস্থ ১১ জনের মধ্যে রয়েছেন ভূঞাপুরের পাঁচ, নাগরপুরের তিন, মির্জাপুরের দুই ও মধুপুরের একজন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মোট ভর্তি রোগী ১২ জন। এর মধ্যে ভূঞাপুরের চার, মির্জাপুরের চার, নাগরপুরের দুই, গোপালপুরের এক ও সদরের একজন। ভূঞাপুর আর নাগরপুরে দুইজন করে মোট চারজন সুস্থ হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন আটজনের মধ্যে মির্জাপুরের চার, ভূঞাপুরের দুই, গোপালপুরের এক ও সদরের একজন। গত ৮ মে মোট পাঠানোর নমুনা সংখ্যা ছিল ২৪০৫ টি। আর ফলাফল এসেছে ২১৩৫ টি।
টাঙ্গাইলের সিভিল সার্জন মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত ৭ মে ১১৭টি নমুনা ঢাকায় পাঠানো হয়। এতে ১১৬ জনের ফলাফল নেগেটিভ আসলেও একজনের পজিটিভ আসে। তিনি মির্জাপুরের বাসিন্দা।
আরিফ উর রহমান টগর/এএম/এমকেএইচ