করোনা পরিস্থিতিতে রাজশাহীর সব মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ০৯ মে ২০২০
ফাইল ছবি

আপাতত খুলছে না রাজশাহীর কোনো ব্যবসাপ্রতিষ্ঠান। ভয়াবহ করোনা পরিস্থিতিতে সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী চেম্বার অব কমার্স।

শনিবার (০৯ মে) রাত সাড়ে আটটার দিকে প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও চেম্বার অব কমার্সের নেতাদের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় রাজশাহীর সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুজ্জামান মনিসহ প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে চেম্বারের সভাপতি মনিরুজ্জামান মনি বলেন, রাজশাহীকে ভালো রাখতে যা কিছু করা প্রয়োজন, তার সঙ্গেই চেম্বারের সবাই একমত। আমরা রাজশাহীকে ভালো রাখতে চাই। এজন্য মার্কেট বন্ধ রাখতে হলে রাখব। কারণ স্বাস্থ্যবিধি মেনে এত বড় মার্কেট চালানো সম্ভব না।

এ বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক বলেন, মার্কেট বন্ধ রাখার ব্যাপারে সরকারি সিদ্ধান্ত হয়নি। তবে ব্যবসায়ী সংগঠন চাইলে মার্কেট বন্ধ রাখতে পারেন।

ফেরদৌস সিদ্দিকী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।