তোপের মুখে শিক্ষার্থীদের বেতন পরিশোধের সেই নোটিশ স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১১:০৫ এএম, ১০ মে ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের মধ্যে শিক্ষার্থীদের বেতন পরিশোধের নোটিশটি স্থগিত করেছে ব্রাহ্মণবাড়িয়ার সূর্যমুখী কিন্ডার গার্টেন। অনেকটা তোপের মুখে পড়ে শনিবার (৯ মে) স্কুলের কার্যনির্বাহী কমিটির সভায় নোটিশটি স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সভাপতি প্রকৌশলী রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত শুক্রবার (৮ মে) শিক্ষার্থীদের বকেয়াসহ চলতি মে মাসের বেতন পরিশোধের জন্য নোটিশ দেয় ওই স্কুল কর্তৃপক্ষ। নোটিশের পক্ষে যুক্তি হিসেবে প্রধান শিক্ষক সালমা বারী জানান, অনেক অভিভাবক বকেয়া বেতন পরিশোধ করতে স্কুলে যোগাযোগ করছেন।

ওই নোটিশে বলা হয়, ১০ মে থেকে ২০ মে পর্যন্ত (শুক্রবার ব্যতীত) প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছাত্র/ছাত্রীদের বেতন গ্রহণ করা হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে একাধিক কাউন্টারে শুধু অভিভাবকরা এসে বকেয়াসহ মে মাসের বেতন পরিশোধ করবেন।

School

স্কুলের ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপে দেয়া ওই নোটিশের ছবি ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় একটি ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। লকডাউনের মধ্যে বেতন আদায়ের বিষয়টিকে কাণ্ডজ্ঞানহীন বলে মন্তব্য করেন অনেকে। করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে বহু মানুষ যখন মানবেতর দিন কাটাচ্ছেন তখন শিক্ষার্থীদের বেতন পরিশোধ করার জন্য নোটিশ দেয়াকে ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে মনে করেন অভিভাবকরা।

এ ঘটনায় শনিবার জরুরি সভায় বসেন স্কুলের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। কমিটির সভাপতি প্রকৌশলী রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বেতন পরিশোধ করার কথা জানিয়ে দেয়ে নোটিশটি স্থগিত করা হয়। পাশাপাশি সরকার পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ ধরনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

সূর্যমুখী কিন্ডার গার্টেনের কার্যনির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, বেতন পরিশোধের জন্য দেয়া নোটিশ সম্পর্কে আমাকে জানানো হয়নি। ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক আমি প্রধান শিক্ষককে ফোন করে নোটিশটি স্থগিত করতে বলি। শনিবার অনলাইনে কার্যনির্বাহী কমিটির বৈঠক করে নোটিশটি স্থগিত করা হয়েছে। পাশাপাশি সরকার পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বেতন পরিশোধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়া যাবে না বলেও জানান তিনি।

আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।