সখীপুরে মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় গ্রেফতার ৭

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:০০ পিএম, ১০ মে ২০২০

টাঙ্গাইলের সখীপুরে যুদ্ধাহত এক মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় সাত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে সখীপুর পৌরশহরের তালতলা চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- বছির উদ্দিন (৭৭), খোরশেদ মিয়া (৫৬), আবদুল হামিদ (৭০), শাহিদা আক্তার (২৭), বাদল মিয়া (২২), কাউছার (১৮) ও রাজিব মিয়া (২২)। তাদের বাড়ি উপজেলার শোলাপ্রতিমা গ্রামে। রোববার দুপুরে আসামিদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গাজী আবদুল কাদেরকে প্রতিবেশী আবদুর রাজ্জাক ও তার দলবল নিয়ে গত ৫ মে বিকেলে মারপিট করা হয়। এতে তার দুই হাত ও পাঁজরের হাড় ভেঙে যায়। এ সময় বাড়ির আসবাবপত্রও ভাঙচুর করা হয়।

এ ঘটনায় ওইদিন রাতেই আহত আবদুল কাদেরের ছেলে কামরুল হাসান বাদী হয়ে আবদুর রাজ্জাকসহ ১০ জনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৩ মে বিকেলে প্রতিবেশী আবদুর রাজ্জাক তার লোকজন নিয়ে মুক্তিযোদ্ধা আবদুল কাদেরের স্ত্রী রহিমা পারভীনকে মারধর করে। পরে ঘটনার রাতেই হামলাকারী আবদুর রাজ্জাকসহ সাতজনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গাজী আবদুল কাদের।

মামলা করায় ক্ষুব্ধ হয়ে আবদুর রাজ্জাক ও তার দলবল নিয়ে গত ৫ মে বিকেলে মামলার বাদী গাজী আবদুল কাদেরের ওপর হামলা করে। এতে তার দুই হাত ও পাঁজরের হাড় ভেঙে যায়। বাড়ির আসবাবপত্রও ভাঙচুর করা হয়। বর্তমানে তিনি ঢাকার নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) থানার উপ-পরিদর্শক ওমর ফারুক জানান, রোববার ভোরে সখীপুর পৌরশহরের তালতলা চত্বর থেকে আসামিদের গ্রেফতার করা হয়েছে। তারা মারপিটের ঘটনার মামলার এজাহারভুক্ত আসামি। আসামিরা সংঘবদ্ধ হয়ে গোপনে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। রোববার দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শনিবার দুপুরে পৌরসভা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন।

এইচআর/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।